Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের অর্থায়নে ১০০০ শয্যার হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১৮:১৩

শেরে বাংলা পার্ক এলাকায় গণজমায়েত অনুষ্ঠিত হয়

পঞ্চগড়: সম্প্রতি প্রস্তাবিত চীনের অর্থায়নে এক হাজার শয্যার প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে বিক্ষোভ ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলাবাসীর ব্যানারে শহরের শেরে বাংলা পার্ক এলাকায় এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। এতে জেলার সর্বস্থরের মানুষ অংশ নেন।

এর আগে, শহরের জজ কোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ নিয়ে শেরে বাংলা পার্ক এলাকায় গিয়ে শেষ করে আন্দোলনকারীরা। সেখানে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে প্রায় সহস্রাধিক মানুষ অংশ নিয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবি জানান।

জানা গেছে, পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় মানুষের একমাত্র ভরসার আধুনিক সদর হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা না থাকায় এবং চিকিৎসার নামে রেফার্ট হওয়া দুর্ভোগ লাঘবে এই দাবি তুলেন জেলার মানুষজন। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি তোলা হয়েছে।

গণজমায়েতে পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার রহমানের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা জাগপার সহসভাপতি নয়ন মাস্টার, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট হাসান হাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় শাখার সভাপতি আব্দুল হাই, বাংলাদেশ খেলাফত মজলিসের পঞ্চগড় জেলা শাখার সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, গণধিকার পরিষদ পঞ্চগড় জেলার সভাপতি মাহফুজুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

গণসমাবেশ চীনের অর্থায়নে চীনের অর্থায়নে হাসপাতাল বিক্ষোভ মেডিকেল কলেজ

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর