Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারের যাত্রীবাহী বাসের ধাক্কায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৮:৪২

কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক কিশোর নিহত এবং তিনজন আহত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ঢালার দুয়ার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের মালুমঘাট ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মেহেদী হাসান।

নিহত শফি আলম (১৪) ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার নুরু মিয়া ওরফে লালুর ছেলে। তবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে মেহেদী হাসান বলেন, বুধবার দুপুরের দিকে ঈদগাঁও উপজেলার ঢালার দুয়ার এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি বাস একই দিকে যাওয়া একটি ইজিবাইককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে এক কিশোর নিহত এবং তিনজন আহত হয়। পরে চালক বাসসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। আহতদের ঈদগাঁও স্টেশনস্থ স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/এমপি

কক্সবাজার নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর