যশোরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
১৬ এপ্রিল ২০২৫ ১৮:৪৬ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ২২:৪৫
যশোর: যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই ও বোন প্রাণ হারিয়েছে। উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে ভাই-বোন মৃত্যুর এমন ঘটনা ঘঠেছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন (৩) ও তার চাচতো ভাই জহির উদ্দিনের মেয়ে মেহেরিনি (৩)।
নিহত শাহিনের পিতা সাইফুল ইসলাম বাচ্চু জানান, শাফিন ও মেহেরিন সকাল ১১টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আশেপাশের বাড়িতেও তাদের খোঁজা হয়। সর্বশেষ সন্দেহবশত বাড়ির পাশের পুকুরে নেমে তল্লাশি করা হয়। এ সময় ডুবন্ত অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। কারও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তন্তর করা হবে। সে প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/এইচআই