দ্রুত চাকসু নির্বাচনের সময়সূচি চায় ছাত্রশিবির
১৬ এপ্রিল ২০২৫ ১৮:৪৬ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ২২:৪৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন দ্রুত আয়োজন করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে চাকসু নির্বাচনের দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন সংগঠনটির নেতারা।
স্মারকলিপিতে সংগঠনটি বেশকিছু দাবি জানিয়েছে। দাবিগুলো হলো- দ্রুত সময়ের মধ্যে চাকসু নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট রূপরেখা ও সময়সূচি ঘোষণা করতে হবে, চাকসুর জন্য গঠনতন্ত্র শিক্ষার্থীদের অংশগ্রহণে হালনাগাদ করে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ পুনরায় কার্যকর করে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে।
জানতে চাইলে ইসলামী ছাত্রশিবির চবি শাখার সেক্রেটারি মোহাম্মদ আলী সারাবাংলাকে বলেন, ‘আমরা চাই, শিক্ষার্থীদের দাবি আদায়ের অন্যতম প্লাটফর্ম চাকসু নির্বাচনের মাধ্যমে চবি শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পাক । সর্বশেষ নব্বইয়ের পর এ পর্যন্ত নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব তৈরি হয়নি। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা দ্রুত চাকসু নির্বাচনের দাবি জানাচ্ছি। ‘
স্মারকলিপি জমা দেয়ার সময় চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী, শিক্ষা সম্পাদক মোহাম্মদ পারভেজ, অফিস সম্পাদক হাবিবউল্লাহ খালেদ, সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব এবং এফ রহমান হল সভাপতি মোনায়েম শরীফ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আইসি/এমপি