Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি ফারুকের ৪ কোটি টাকা অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১৮:৫৫ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ২২:৪৪

রাজশাহী-১ আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী।

ঢাকা: দুর্নীতির অভিযোগে রাজশাহী-১ আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর ২৮ বিঘা জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৬৮টি ব্যাংক হিসাবে ৪ কোটি ১৭ লাখ ৯১ হাজার ৫৭৭ টাকা অবরুদ্ধ করা হয়।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের পক্ষে এ আবেদন করেন সহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম। স্থাবর-অস্থাবর সম্পদের মধ্যে ফারুকের সাড়ে ১৫ বিঘা জমি ও ৫৭ ব্যাংক হিসাবে ৩ কোটি ১০ লাখ ৯৩ হাজার ১১০ টাকা রয়েছে। তার স্ত্রীর রয়েছে ১৩ বিঘা জমি ও ১১ ব্যাংক হিসাবের ৬০ লাখ ৯৬ হাজার ৫৭৫ টাকা।

দুদকের আবেদনে বলা হয়, ফারুকের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির মামলা চলমান রয়েছে। বিভিন্ন দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে ভোগ দখলে রয়েছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এছাড়া তার নামে অসংখ্য ব্যাংক হিসাব ও অনেক সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। সব টাকা তুলে বিদেশে পাচারের চেষ্টা করছেন বলেও জানা গেছে। এজন্য ফারুক ও তার স্ত্রীর জমিসহ ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আদালতে আবেদন করা হয়।

সারাবাংলা/আরএম/এমপি

আদালত দুর্নীতি নিগার সুলতানা চৌধুরী সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর