Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরের সাব রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১৮:৫৬ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৮:৫৮

দুদকের অভিযান

যশোর: যশোর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জমি রেজিস্ট্রির নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এই অভিযান পরিচালিত হয়।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের গরীব শাহ সড়ক সংলগ্ন কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোর শাখার সহকারী পরিচালক আল আমিন। তিনি জানান, জমি রেজিস্ট্রেশন কার্যক্রমে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে আল আমিন বলেন, সাব রেজিস্ট্রার অফিসের পেশকার ভৈরব চক্রবর্তী ও টাইপিস্ট আসমা খাতুনের কিছু কর্মকাণ্ড দুদকের কাছে সন্দেহজনক মনে হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাানো হবে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, অভিযানকালে কাউকে আটক করা হয়নি। তবে অভিযান শেষে কোনো আলামত জব্দ করা হয়েছে কিনা, সে বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

সারাবাংলা/এইচআই

দুদক দুদকের অভিযান দুর্নীতি দমন কমিশন সাব-রেজিস্ট্রার অফিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর