ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন সম্ভব: আমীর খসরু
১৬ এপ্রিল ২০২৫ ১৯:৫৫ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ২২:৪৪
ঢাকা: চলতি বছরের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৬ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট নয় কেন?— এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন, আমরা সেটাই রিপিট করেছি। কিন্তু, তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। এখানে বিএনপির সন্তুষ্ট-অসন্তুষ্ট হওয়ার বিষয় না। সারা পৃথিবী জানতে চায় নির্বাচন কবে? বাংলাদেশে ডেমেক্রেসি অর্ডার দেখতে চায় সবাই। আজকে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায়ও এ বিষয়টি উঠেছে। তারাও জানতে চেয়েছে নির্বাচন কবে?’
তিনি বলেন, ‘বিদেশি বিনিয়োগ তো শর্ট টাইম ভার্সনে হয় না। এটা লং টাইম ভার্সনে হয়। সুতরাং, যারাই এখানে বিনিয়োগ করতে আসবেন, তারাই পলিটিক্যাল সাসটেইনিটি দেখতে চাইবেন। নির্বাচিত সরকার ছাড়া কেউ বিনিয়োগ করতে চায় না। সে কারণেই সারা পৃথিবী বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায়। এটা যত দ্রুত হয়, ততই ভালো। আমাদের অসন্তুষ্টির জায়গাটা এখানেই।’
আমির খসরু বলেন, ‘নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে। কারণ, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যেসব সংস্কারের বিষয়ে ঐক্যমত্য আসবে, সেসব বিষয়ে সংস্কার করা হবে। এছাড়া, জুলাই অভ্যুত্থানের যে সনদ, তাতে সই করা কোনো সময়ের ব্যাপার না। সুতরাং, নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ নেই।’
‘বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এই ধরনের প্রশাসন নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়’— এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন অভিযোগের ব্যাপারে প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, ‘এগুলো পলিটিক্যাল বক্তব্য। বিগত বছরগুলোতে এসব বক্তব্যের জবাব দিতে দিতে আমরা পেরেশান। এগুলোর জবাব এখন আর দিতে চাই না।’
সারাবাংলা/এজেড/পিটিএম