Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থ আত্মসাৎ: সালমানসহ ৩০ জনের নামে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ২২:৪৪

সালমান এফ রহমান।

ঢাকা: অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প-বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) মামলাটি করেন দুদকের বিশেষ তদন্ত-২ শাখার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, ক্ষমতার প্রভাব খাটিয়ে জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়েছেন আসামিরা। তারা সিআইবি প্রতিবেদন সংগ্রহ ছাড়াই প্রস্তাবিত মর্টগেজ সম্পত্তি সরেজমিনে পরিদর্শন ও মূল্য যাচাইবিহীন অস্বাভাবিক কম মূল্যে জমি রেজিস্ট্রি করেন তারা। রেজিস্ট্রি করা কথিত কোম্পানির তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বন্ডের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে এক হাজার কোটি টাকা তোলা হয়। পরে শ্রীপুর টাউনশিপ লিমিটেড বা এসটিএল জেডসিবি চলতি হিসাব নম্বরে জমা করা হয়।

সেই হিসাব থেকে রিডেম্পশন একাউন্টে ২০০ কোটি টাকার এফডিআর করে বাকি ৮০০ কোটি টাকা সরকারি অর্থ বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ বেক্সিমকো গ্রুপ ও অন্যান্য প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়। এরপর সেখান থেকে ব্যাংকিং নিয়মাচারের তোয়াক্কা না করে নগদে ও বিভিন্ন রকম সন্দেহজনক লেনদেনের মাধ্যমে তুলে আত্মসাৎ করা হয়।

আত্মসাৎ করা ওই অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে লেয়ারিং করে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

অর্থ আত্মসাৎ মামলা সালমান এফ রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর