Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ২০:০১

ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাকিব (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ভূঞাপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব কালিহাতী উপজেলার সোনাকান্দা গ্রামের তৈয়ব ফকিরের ছেলে।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম রাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে ভূঞাপুর স্টেশনের রেললাইনে এক যুবক মাদক সেবন করছিলেন। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা ‘জামালপুর এক্সপ্রেস’ নামে একটি ট্রেন স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ট্রেনের নিচে ঝাঁপ দেয় ওই যুবক। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি এবং তার শরীরের হাত-পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও রেলের লোকজন তার মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

ভূঞাপুর রেলওয়ের স্টেশন মাস্টার আব্দুল কাদের জানান, জামালপুর এক্সপ্রেস ট্রেন ভূঞাপুর রেল স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই সে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে। এতে তার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। নিহত যুবকটি মাদকাসক্ত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর