Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ২০:০৬ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ০০:৩২

বজ্রপাত (প্রতীকী ছবি)

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে ইব্রাহিম হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক ওই এলাকার মৃত আব্দুল মোতালিব এর ছেলে।

নিহতের চাচাতো ভাই শাহিন বলেন, বৃষ্টির শুরু হওয়ার আগে ইব্রাহিম বাড়ির পাশে ফসলী মাঠে ধান কাটতে যায়। ধান কাটার সময় বৃষ্টিসহ বজ্রপাত ঘটে। বজ্রপাতের শব্দে ইব্রাহিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ জানান, বজ্রপাতে এক কৃষকের প্রাণহানির ঘটনা ঘটেছে।

সারাবাংলা/এইচআই

নরসিংদী বজ্রপাত বজ্রপাতে কৃষক নিহত বজ্রপাতে নিহত মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর