দেবিদ্বারে জমিতে ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে নারী নিহত
১৬ এপ্রিল ২০২৫ ২১:২২
কুমিল্লা: জেলার দেবিদ্বারে জমিতে ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে আলেয়া বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা (নোয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম ওই গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী। তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
মরিচা গ্রামের স্থানীয় বাসিন্দা মো. আব্দুল কাদের মাস্টার জানান, বিকেলে আলেয়া বেগম নিজ জমিতে ধান কাটার পর জমিতেই ধান মাড়াই করছিলেন। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে কাজ করছিলেন। হঠাৎ করে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তার আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে এ ঘটনায় পরিবারের অন্য কেউ আহত হননি।
নিহতের স্বামী মো. নজরুল ইসলাম বলেন, ‘জমি থেকে ধান কেটে সবাই মাড়াইয়ের কাজ করছিলাম। হঠাৎ আকাশ কালো হয়ে আসে, ঝড় শুরু হয়। এরপর বজ্রপাতে আমার স্ত্রীর মৃত্যু হয়।’
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, ‘বজ্রপাতে নিহত নারীর পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। আমরা এরই মধ্যে পরিবারের খোঁজ নিচ্ছি।’
সারাবাংলা/পিটিএম