Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লী বিদ্যুতের বোর্ড সভাপতিকে জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ২০:৫৩ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ২১:০৩

পদত্যাগ পত্রে সই করেন আব্দুর রহিম

কুষ্টিয়া: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে জোরপূর্বক কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি আব্দুর রহিমকে পদত্যাগ পত্রে সই করতে বাধ্য করেছেন এমন অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে সুমন আহমেদের নেতৃত্বে বেশ কয়েকজন পল্লী বিদ্যুৎ কার্যালয়ে প্রবেশ করে আব্দুর রহিমকে পদত্যাগপত্রে সই করতে বাধ্য করেন বলে জানা যায়।

বিজ্ঞাপন

অভিযুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেওয়া সুমন বলেন, তিনি অস্ত্র হাতে ৫ আগস্ট ছাত্রদের ওপর হামলায় অংশ নিয়েছিলেন। আমার সঙ্গে আরও সাধারণ জনগণ ছিলেন। তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্রে সই করেছেন। অন্যদিকে বৈবিছাআ কুষ্টিয়া শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, সুমনকে কিছুদিন আগেই বহিষ্কার করা হয়েছে। কোনো অপ্রতিকর ঘটনা ঘটালে তার দায়ভার সংগঠন নিবে না।

ভুক্তভোগী আব্দুর রহিম সারাবাংলাকে বলেন, আমাকে লাঞ্ছিত করা হয়। এখন আর এ বিষয়ে ঝামেলা বাড়াতে চাচ্ছি না।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার এফ এম সাইদুর রহমান সারাবাংলাকে বলেন, আব্দুর রহিমের পদত্যাগপত্র পেয়েছি। ছাত্রদের দাবির মুখে উনি পদত্যাগ করেছেন বলে আমি শুনেছি।

জানা গেছে, ২০২০ সালে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নির্বাচিত হন আব্দুর রহিম। পরে তিনি সমিতির কোষাধ্যক্ষ ও সচিব পদে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ১ মার্চ আব্দুর রহিম সমিতির বোর্ড সভাপতির পদে শপথ নেন।

সারাবাংলা/এইচআই

জোরপূর্বক পদত্যাগ পল্লী বিদ্যুৎ সমন্বয়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর