নোয়াখালীতে ২ প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
১৬ এপ্রিল ২০২৫ ২১:১৫ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ২১:১৯
নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ও রামপুর ইউনিয়নে পৃথক স্থানে দুই প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় অভিযুক্ত একজন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়িতে গত ১১ এপ্রিল রাত দেড়টার দিকে স্বামী পরিত্যক্তা মানসিক ভারসাম্যহীন নারী (৩৫) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় আগে থেকে ওঁতপেতে থাকা একই বাড়ির নুরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন খোকন (৫০) ওই নারীর শয়নকক্ষে ঢুকে পড়েন। পরে তিনি ঘরে আসলে তার ওড়না দিয়ে মুখ পেঁচিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান।
এ ঘটনায় মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ধর্ষিতার ভাবি নাজমুন নাহার বাদী হয়ে আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে অভিযুক্ত আনোয়ার হোসেন খোকন পলাতক রয়েছে।
এদিকে, শনিবার (১২ এপ্রিল) বিকেলে রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছুকানি বাড়িতে শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্ত রোমান তাদের ঘরে একা পেয়ে ওই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে মঙ্গলবার(১৫ এপ্রিল) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক রোমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ রোমানকে গ্রেফতার করে। রোমান ধর্ষিতা কিশোরীর একই বাড়ির সালা উদ্দিনের ছেলে এবং সম্পর্কে চাচাতো ভাই।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, অভিযুক্ত রোমানকে বুধবার বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত খোকনকেও গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমদের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সারাবাংলা/এইচআই