৩০ জুনের মধ্যে এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির নির্দেশ
১৬ এপ্রিল ২০২৫ ২১:৫২
ঢাকা: ৩০ জুনের মধ্যে সব জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৬ এপ্রিল) ইসি সচিব আখতার আহমেদ নির্দেশনাটি এনআইডি বিভাগের পরিচালককে দিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, ‘ক’ ক্যাটাগরিভুক্ত অনিষ্পন্ন জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন ২৪ এপ্রিল, ‘খ’ ১ ও ‘খ’ ক্যাটাগরিভুক্ত আবেদন ৩১ মের মধ্যে নিষ্পত্তিকরণসহ জাতীয় পরিচয়পত্র সংশোধনের সব ক্যাটগরিভুক্ত অনিষ্পন্ন ও আবেদন আগামী ৩০ জুনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
ইসি কর্মকর্তারা বলছেন, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল। এর মধ্যে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে।
এছাড়া, গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে তিন লাখ দুই হাজার ২৬৬টি। এর মধ্যে নিষ্পন্ন হয়েছে এক লাখ ৭৯ হাজার ৯২৬টি আবেদন। আর ২০১১ হতে এখন পর্যন্ত চার লাখ দুই হাজার ৩০৮টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
সারাবাংলা/এনএল/পিটিএম