বাসে কিশোরী যাত্রীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ২
১৬ এপ্রিল ২০২৫ ২১:৫৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বাসের ভেতর এক কিশোরী যাত্রীকে জিম্মি করে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই বাসের চালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) নগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার দুজন হলো- বাসচালক মো. লোকমান (২৬) ও সহকারী মো. হানিফ (৩৬)।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন সারাবাংলাকে জানান, আনুমানিক ১৪ বছর বয়সী ওই কিশোরী মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে কক্সবাজার থেকে ওই বাসে চট্টগ্রাম নগরীতে আসেন। নগরীর চান্দগাঁও বাস টার্মিনালে গাড়ি পৌঁছার পর যাত্রীরা নেমে যান। বাসচালক, সহকারী ও সুপারভাইজার মিলে ওই কিশোরীকে বাস থেকে নামতে না দিয়ে কৌশলে জিম্মি করে।
এক পর্যায়ে তারা বাসটি চলন্ত অবস্থায় রেখে তাকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে। সন্ধ্যার পর তারা বাসটি টার্মিনালের অদূরে বহদ্দারহাট-কালুরঘাট সড়কে রেখে বুধবার ভোর পর্যন্ত কিশোরীকে জিম্মি করে তিন জন পালাক্রমে ধর্ষণ করে।
ওসি আফতাব জানান, ওই কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাসচালক লোকমান, সহকারী হানিফ এবং সুপারভাইজার মোবারক মিলে কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। পলাতক মোবারককে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
সারাবাংলা/আরডি/পিটিএম