Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংযোগ প্রকল্প মা ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন এনেছে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ২৩:০০

সেভ দ্য চিলড্রেনের আয়োজনে প্রকল্পের এই সমাপনী অনুষ্ঠান

ঢাকা: প্রথমবারের মতো মা-বাবা হয়েছেন বা হতে যাচ্ছেন, এমন দম্পতিদের জন্য প্রয়োজন প্রসবোত্তর যত্নের ও প্রসবোত্তর পরিবার পরিকল্পনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা। প্রথমবারের মা-বাবাদের প্রসবপরবর্তী সেবার হার ও মান বৃদ্ধি করা এবং প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার বাড়ানোর লক্ষ্য নিয়ে ‘সংযোগ’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন। আর এই প্রকল্প মাতৃ ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন এনেছে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সেভ দ্য চিলড্রেনের আয়োজনে প্রকল্পের এই সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। নতুন মা-বাবা হয়েছেন বা হতে যাচ্ছেন, এমন দম্পতির স্বাস্থ্যসেবা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এই প্রকল্প তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ বলেন, সংযোগ প্রকল্প থেকে উদ্ভাবনী ধারণা যেমন পিডিসিসি এবং প্রথমবারের মতো মায়েদের জন্য আমন্ত্রণপত্র দেখে আমি খুবই আনন্দিত। তিনি কাউন্সেলিংয়ের উন্নয়ন, কম বয়সে মাতৃত্বের ঝুঁকি মোকাবিলা এবং মাঠকর্মীদের অনুপ্রাণিত করার আহ্বান জানান।

সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, সংযোগ মাতৃ ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে সত্যিকার অর্থেই পরিবর্তন এনেছে। সহজ পদক্ষেপ যেমন প্রথমবারের মতো বাবা-মায়ের জন্য আমন্ত্রণপত্র এবং প্রসবের আগে কাউন্সেলিংয়ের এর বিরাট প্রভাব রয়েছে।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদফতরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি ইউনিটের লাইন ডাইরেক্টর ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, আমাদের দেশে অবাঞ্ছিত গর্ভধারণ এখনো একটি গুরুতর সমস্যা। সংযোগ প্রকল্প এটি মোকাবিলায় আমাদের শক্তিশালী অভিজ্ঞতা দিয়েছে। পাশাপাশি এই উদ্যোগকে তিনি বাংলাদেশের প্রতিটি কোণে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিবার পরিকল্পনা অধিদফতরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি ইউনিটের লাইন ডাইরেক্টর ডা. মো. রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সংযোগ প্রকল্পের এই সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদফতরের এমএনসি এবং এএইচ প্রোগ্রামের লাইন ডাইরেক্টর ডা. এস এম আবদুল্লাহ আল মুরাদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের আইইএম বিভাগের পরিচালক মো. তসলিম উদ্দিন খান, পরিচালক ও লাইন ডাইরেক্টর ( প্ল্যানিং ইউনিট) সাবিনা পারভীন, পরিচালক ( অর্থ) মো. এনামুল হক, ডিজিএফপি’র অ্যাডমিন মীর সাজেদুর রহমান, এমসিএইচ-সার্ভিসেস এর পরিচালক ডা. মো. সুলতান আহমেদ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এইচআই

মা ও শিশু স্বাস্থ্য সংযোগ প্রকল্প সেভ দ্য চিলড্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর