Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোজ্যতেল আমদানিতে ৫ শতাংশ আগাম কর অব্যাহতি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ২৩:০৪

সয়াবিন তেল। ছবি কোলাজ সারাবাংলা

ঢাকা: এবার অপরিশোধিত ভোজ্যতেল আমদানিতে ৫ শতাংশ আগাম কর (এটি) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মো. মসিউর রহমানের সই করা এক বিশেষ আদেশে এই ছাড় দেওয়া হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) কর অব্যাহতির এই তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, এ অব্যাহতি সুবিধা নেওয়ার আগে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে। আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী পণ্য আমদানির জন্য প্রযোজ্য সব শর্তাদি পরিপালন করতে হবে।

আরও বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৫১, ৫৩, ৫৪, ৬৪ ও ১০৭ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ৪০ এ উল্লিখিত মূল্য সংযোজন করসংক্রান্ত হিসাবরক্ষণসহ কর চালানপত্র ও দাখিলপত্রের যাবতীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করতে হবে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

আগাম কর অব্যাহতি ভোজ্যতেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর