কুষ্টিয়ায় খাজনার নামে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ
১৬ এপ্রিল ২০২৫ ২৩:০৯ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ২৩:১৪
কুষ্টিয়া: খাজনার নামে হাট ইজারাদার অতিরিক্ত অর্থ ও হাটের বাইরের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে কুষ্টিয়ার পোড়াদহে কাপড়ের হাট ও দোকান বন্ধ করে অবরোধ ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় পোড়াদহ রেল জংশন সড়কে জড়ো হয়ে এ বিক্ষোভ করা হয়।
বিক্ষোভকারীরা বলেন, পোড়াদহ বাজারের একটি অংশ হচ্ছে দেশের অন্যতম বৃহত্তম কাপড়ের হাট। এই হাটে কারবার চলে সপ্তাহে দুই দিন। এই হাটের ইজারা নিয়ে ইজারাদারের লোকজন অতিরিক্ত অর্থ আদায় করছে। এ ছাড়াও কাপড়ের হাটের বাইরে বাজারের অন্য সকল মার্কেট নিজস্ব দোকানগুলোতে খাজনার নামে চাঁদা আদায় করছে। এটা অবৈধ দাবি করে চাঁদা আদায় বন্ধের দাবি তোলেন তারা। না হলে পোড়াদহ রেল জংশন অবরোধসহ আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।
কুষ্টিয়া মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, পোড়াদহে বাজারে ইজারাদার ও বাজার কমিটির মতবিরোধ দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইজারাদার এবং বাজার কমিটি মিটিং করে ব্যবস্থা নিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
সারাবাংলা/এইচআই