বেসিস নির্বাচন পরিচালনায় বোর্ড গঠন
১৬ এপ্রিল ২০২৫ ২৩:৫১
ঢাকা: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৫-২৬ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন বোর্ডে তিন জনকে সদস্য করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুফিয়া আক্তার রুমিকে। অপর দুই সদস্য হচ্ছেন— উপসচিব স্বন্দ্বীপ কুমার সরকার ও সহকারী বাণিজ্য পরামর্শক (উপনিয়ন্ত্রক) সিরাজুল ইসলাম।
একই আদেশে তিন সদস্যের আপিল বোর্ড গঠন করা হয়েছে। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে যুগ্ম সচিব শায়লা ইয়াসমিনকে। আর এই বোর্ডের দুই সদস্য উপসচিব মাজেদুল ইসলাম ও উপ সচিব রেজাউল করিম।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর ব্যক্তিগত কারণে দেখিয়ে বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ পদত্যাগ করেন। যদিও তার পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল বেসিসের কিছু সদস্য ও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেসিস সভাপতি রাসেল টি’র পদত্যাগের পর সংগঠনটির নির্বাহী পরিষদের এক সভার সিদ্ধান্তে নতুন সভাপতি হন সিসটেক ডিজিটাল লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম রাশিদুল হাসান। তবে সেই কমিটিরও পদত্যাগের দাবি উঠে। পরে সংগঠনটিতে সরকার প্রশাসক নিয়োগ করে। বর্তমানে প্রশাসকের অধীনে সহায়ক কমিটি দিয়ে বেসিস চলছে।
সারাবাংলা/ইএইচটি/এইচআই