Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষকে বদলি, দায়িত্বে সাহেলা পারভীন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ০০:২৫ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১০:১৭

শিক্ষা মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে সাহেলা পারভীনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর আগের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে কারিগরি শিক্ষা অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের অধীন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সাহেলা পারভীনকে আধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছে। বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে কারিগরি শিক্ষা অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এর আগে ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রেলপথ অবরোধের ঘোষণা দেয় সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ ঢাকা পলিটেকনিক নতুন অধ্যক্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর