Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ০০:৩৩

জলকেলি উৎসব

বান্দরবান: বান্দরবানে পাহাড়িদের সাংগ্রাই উৎসবে জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরাক। উৎসবের আমেজে রঙ লেগেছে পাহাড়ে। পাহাড়ি পল্লীগুলোতে এখন সাজ সাজ রব।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বান্দরবান শহরের রাজার মাঠে জলকেলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেওয়া তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ঢেলে মৈত্রী পানিবর্ষণ প্রতিযোগিতায় মেতে ওঠেন।

মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব সাংগ্রাই। এ উসৎবের প্রধান আকর্ষণ জলকেলি। সাংগ্রাই উৎসবে বান্দরবানের মারমা সম্প্রদায়ের আনাচে-কানাচে, শিশু-কিশোর,তরুণ-তরুণীরা জলকেলিতে মাতোয়ারা। সাংগ্রাই উৎসবে পানি খেলার মাধ্যমে পুরোনো বছরের সব দুঃখকষ্ট, গ্লানি ধুয়ে-মুছে নতুন বছরকে বরণ করে তারা। তবে এটি এখন শুধু মারমাদেরই না। এই উৎসব এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

এ সময় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসবে তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে উল্লাস প্রকাশ করেন। মারমা জনগোষ্ঠীর বিশ্বাস এই জলকেলি উৎসবের মধ্য দিয়ে অতীতের সকল দুঃখ-গ্লানি ও পাপ ধুয়ে-মুছে যাবে। সে সঙ্গে তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে বেছে নেবে তাদের জীবন সঙ্গীকে। এ ছাড়াও উৎসব উপলক্ষ্যে নানা খেলাধুলা, পিঠা উৎসব, মারমাদের ঐতিহ্যবাহী নৃত্যের আয়োজন করা হয়।

পুরো জেলা শহরে চলছে পানি খেলা। শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী এমনকি বয়স্করাও একে অপরের গায়ে পানি ঢেলে নতুন বছরকে বরণ করে নিয়েছেন। উৎসবে যোগ দেন পর্যটকরাও। এ উৎসবে রাতে পাড়া-মহল্লায় মারমা তরুণ-তরুণীরা রাত জেগে পিঠা তৈরি করে। আনন্দ উদ্দীপনা আর সাংস্কৃতিক বৈচিত্রে বর্ণিল হয়ে উঠেছে বান্দরবান শহর।

বিজ্ঞাপন

আগামী ১৮ এপ্রিল বিকেলে স্থানীয় রাজার মাঠে জলকেলি উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে সপ্তাহ ব্যাপী পাহাড়িদের প্রাণের উৎসব সাংগ্রাই। সেদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে শেষ হবে পাহাড়ের সাংগ্রাই উৎসব।

সারাবাংলা/এইচআই

জলকেলি মারমা সাংগ্রাই

বিজ্ঞাপন

আহনা-তানভীরের ‘বন্দী’
৩০ এপ্রিল ২০২৫ ১৬:২২

জামিন পেলেন চিন্ময় দাস
৩০ এপ্রিল ২০২৫ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর