Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলপথ অবরোধ কর্মসূচি শিথিল, বৈঠকে বসছে শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১০:৪১ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১০:৪৬

ছবি: সারাবাংলা

ঢাকা: ছয় দাবিতে ডাকা রেলপথ অবরোধ কর্মসূচি শিথিল করেছেন আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সেইসঙ্গে আজ সকাল ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসছেন তারা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে ভিডিও বার্তায় কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম ও জুবায়ের পাটোয়ারী এ তথ্য জানিয়েছেন।

ভিডিও বার্তায় মাসফিক ইসলাম বলেন, বৈঠকে ছয় দফাসহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। বৈঠক চলাকালীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কর্মসূচি স্থগিত থাকবে।

জুবায়ের পাটোয়ারী বলেন, তৃতীয় পক্ষ এবং বিভিন্ন কুচক্রী মহল আমাদের আন্দোলনকে বিতর্কিত এবং ব্যবহার করার চেষ্টা করছে। আমরা সরকারের বিপক্ষে নই, সরকারকে সহযোগিতা করে আন্দোলনকে বাস্তবায়ন করবো। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক রয়েছে। এ বৈঠক যদি ফলপ্রসূ হয় তবে তাদের রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হবে। যদি বৈঠক ফলপ্রসূ না হয় তবে নতুন করে কর্মসূচি দেওয়া হবে।

এর আগে, বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তেজগাঁওয়ে সাতরাস্তার সড়কগুলোতে বন্ধ করে অবরোধ করতে থাকে শিক্ষার্থীরা। এ সময় সড়কগুলো বাঁশ বেঁধে রাখতে দেখা যায়। ফলে তীব্র যানজটের দুর্ভোগে স্থবির হয়ে পড়ে সাধারণ মানুষের জনজীবন।

ওইদিন বিকেল পৌনে ৩টার দিকে তেজগাঁও সাতরাস্তা মোড়ে এসে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিজি ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন পলিটেকনিকের শিক্ষার্থীদের বলেন, ‘এ দাবি যৌক্তিক দাবি। এ দাবির সঙ্গে আমরা এক মত। প্রত্যেকটা দাবি ইনশাআল্লাহ পূরণ করা হবেই। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। আমরা সেটা করতেছি।’ কিন্তু এসময় তাৎক্ষণিক দাবি আদায় এবং লিখিত চেয়ে ডিজির বক্তব্যের সঙ্গে তারা অপরাগতা জানান। পরে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হলেও সমাধানে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ।

বিজ্ঞাপন

এরপর সন্ধ্যায় ছয় দফা দাবি আদায়ে রেলপথ অবরোধের ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।

সারাবাংলা/এমএইচ/ইআ

আন্দোলনরত শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউট রেলপথ অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর