এবার প্রতারণার মামলায় মডেল মেঘনা গ্রেফতার
স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১১:৫০ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৫:০৬
১৭ এপ্রিল ২০২৫ ১১:৫০ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৫:০৬
ঢাকা: সুন্দরী তরুণীদের দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, এদিন মেঘনাকে আদালতে আনে পুলিশ। পরে রাজধানীর ধানমন্ডি থানায় করা প্রতারণার মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটরের শুনানি শেষে অনুমতি দেন আদালত।
এর আগে, বিশেষ ক্ষমতা আইনে মেঘনার ৩০ দিনের আটকাদেশ কেন অবৈধতা হবে না জানতে চেয়ে ১৩ এপ্রিল রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম।
সারাবাংলা/আরএম/ইআ