২ দফা দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
১৭ এপ্রিল ২০২৫ ১২:৫৪ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৫:০৫
সুনামগঞ্জ: সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে সড়ক অবরোধ ও মানববন্ধন করছেন মেডিকেল কলেজের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে তাদের দাবি আদায়ের এই কর্মসূচি পালন করছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, টান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জামের প্র্যাক্টিকেল সুবিধা, পর্যাপ্ত লোকবল অভাব থাকায় দাফতরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
তবে পুলিশ প্রশাসন ও কলেজ কতৃপক্ষ শিক্ষার্থীদের দাবিকে সর্মথন করে তাদের ক্লাসে নেওয়ার সর্বচ্চো চেষ্টা করছেন।
সারাবাংলা/এইচআই