Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ দফা দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১২:৫৪ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৫:০৫

দাবি আদায়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে সড়ক অবরোধ ও মানববন্ধন করছেন মেডিকেল কলেজের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে তাদের দাবি আদায়ের এই কর্মসূচি পালন করছেন।

বিজ্ঞাপন

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, টান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জামের প্র্যাক্টিকেল সুবিধা, পর্যাপ্ত লোকবল অভাব থাকায় দাফতরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

তবে পুলিশ প্রশাসন ও কলেজ কতৃপক্ষ শিক্ষার্থীদের দাবিকে সর্মথন করে তাদের ক্লাসে নেওয়ার সর্বচ্চো চেষ্টা করছেন।

সারাবাংলা/এইচআই

মেডিকেল কলেজ শিক্ষার্থী সড়ক অবরোধ সুনামগঞ্জ মেডিকেল কলেজ

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর