Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেসটিনির রফিকুলের নেতৃত্বে ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৩:১৯ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৪:১৫

ঢাকা: নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ আত্মপ্রকাশ করেছে। দলের আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনকে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এ দলের আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে ২৯৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

দলের আহ্বায়ক রফিকুল আমীন বলেন, শোষণ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা এ দলের মূল কাজ। পরিবারভিত্তিক রাজনীতি না করে গণতান্ত্রিক রাজনীতি করবে আ-আম জনতা পার্টি।

এ সময় নতুন দলের ৯ দফা ঘোষণা করে তিনি আরও বলেন, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে দলটি।

পাশাপাশি কৃষি ব্যবস্থার উন্নয়ন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানান তিনি।

রফিকুল আমীন বলেন, অন্য রাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখের আ-আম জনতা পার্টি পরিচালিত হবে।

সারাবাংলা/জিএস/ইআ

আ-আম জনতা পার্টি আত্মপ্রকাশ

বিজ্ঞাপন

আজ ৬ বিভাগে বৃষ্টি হতে পারে
১৯ এপ্রিল ২০২৫ ০৯:০৩

আরো

সম্পর্কিত খবর