আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষা কর্মকর্তারা
১৭ এপ্রিল ২০২৫ ১৪:১২ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৬:৩০
ঢাকা: ছয় দফা দাবি নিয়ে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তারা।
বৃহস্পতিবার(১৭ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে তারা বৈঠকে বসেন। সেখানে শিক্ষার্থীদের ১৮ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াসমিন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুপুরে শুরু হওয়া বৈঠক এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছে। বৈঠক শেষে বিস্তারিত গণমাধ্যমকে জানানোর কথা রয়েছে।
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করা, জুনিয়র ইনস্ট্রাক্টর পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকা, ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেওয়াসহ ছয় দফা দাবি নিয়ে বুধবার (১৬ এপ্রিল) থেকে আন্দোলন কর্মসূচী পালন করছেন শিক্ষার্থীরা। ওইদিন সড়ক অবরোধ কর্মসূচি থাকলেও বৃহস্পতিবার সারাদেশে রেলপথ ব্লকেড কর্মসূচি ছিল কিন্তু তা শিথিল করে সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের ডাকে বৈঠকে বসছেন শিক্ষার্থীরা।
সারাবাংলা/জেআর/ইআ