পুলিশ কর্মকর্তা হত্যা: আরাভসহ ৮ জনের যাবজ্জীবন
১৭ এপ্রিল ২০২৫ ১৫:০৮ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৮:২৩
ঢাকা: পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় আরাভ খানসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত বাকিরা হলেন- আরাভের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এর মধ্যে আরাভ ও কেয়া ছাড়া অন্যরা কারাগারে রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ জুলাই রাজধানী বনানী মডেল টাউনের রোড নম্বর ২/৩ বাড়ি নম্বর-৫ অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলায় খুন হন পুলিশ কর্মকর্তা মামুন। পরে লাশ গুম করতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা রাস্তার পাশে ঝাড়ের মধ্যে পেট্রল দিয়ে পুড়িয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা। ১০ জুলাই লাশটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় বনানী মডেল থানায় হত্যা মামলা করেন মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম। ২০১৯ সালে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে মহানগর গোয়েন্দা পুলিশ। হত্যায় সহযোগিতার কারণে আইনের সংস্পর্শে আসা দুই কিশোরীর বিরুদ্ধে দোষীপত্র দেওয়া হয়। একইসঙ্গে তাদের বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ দোষীপত্রটি পাঠানো হয়।
উল্লেখ্য, রবিউল ইসলাম ওরফে আরাভ খান বর্তমানে দুবাইয়ে রয়েছেন। ২০২৩ সালে দেশটিতে অভিজাত জুয়েলারি দোকান উদ্বোধন করে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ত্র মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সারাবাংলা/আরএম/ইআ