দুই ভাইয়ের মারামারি, ছোট ভাই নিহত
১৭ এপ্রিল ২০২৫ ১৬:০৮ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৮:২৩
পাবনা: পাবনায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মারামারির ঘটনায় ছোট ভাই জিপু সরদার (৩২) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বড় ভাই মনিরুল সরদার (৩৫)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিপু সরদার ও আহত মনিরুল সরদার কৈকুন্ডা গ্রামের রিকাত আলী সরদারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, জিকু অবিবাহিত আর মনিরুল এক সন্তানের জনক। সম্প্রতি তারা একসঙ্গে বাড়ি নির্মাণ শুরু করেছেন। সেই বাড়ির কক্ষ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে মনিরুলের স্ত্রী-সন্তানও জড়ায়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হলে দুই ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জিকুর মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসআর