Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বাসা থেকে হোমিও চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৬:০৫

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর নিউ এলিফেন্ট রোড এলাকার একটি বাসা থেকে আরাফাত হোসেন খান (৩৫) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত আরাফাত হোসেনের বাবা ডা. গোলাম হোসেন বলেন, তাদের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায়। ছেলে ও স্ত্রীকে নিয়ে নিউ এলিফেন্ট রোডের বাড়িটিতে ভাড়া থাকতেন। কাঁটাবন এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসার চেম্বার ছিলো তার।

তিনি আরও বলেন, মানসিক সমস্যায় ভুগছিলেন আরাফাত। তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হচ্ছিল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস দেন তিনি। পরিবারের সদস্যরা টের পেয়ে রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য নিউমার্কেট থানায় অবগত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনজে

উদ্ধার মরদেহ

বিজ্ঞাপন

আজ ৬ বিভাগে বৃষ্টি হতে পারে
১৯ এপ্রিল ২০২৫ ০৯:০৩

আরো

সম্পর্কিত খবর