স্ত্রীর শিলের আঘাতে স্বামী নিহত
১৭ এপ্রিল ২০২৫ ১৬:২৭
ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় শিল দিয়ে মাথায় আঘাত করে স্বামী ওবায়দুর রহমান মুন্সীকে (৫০) হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে জেলার আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওবায়দুর রহমান মুন্সী আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা গ্রামের বাসিন্দা মৃত খালেক মুন্সীর ছেলে। তিনি কৃষক দলের পৌর শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুর রহমানের সঙ্গে স্ত্রী সাবিনার দীর্ঘদিন যাবৎ দাম্পত্য কলহ চলে আসছিল। এনিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়। বুধবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে সাবিনা ঘরে থাকা মসলা বাটার শিল পুতা দিয়ে ওবায়দুরের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয় সে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওবায়দুরকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ জানান, পারিবারিক কলহর জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। স্ত্রী সাবিনাকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতন্তের জন্য মর্গে পাঠানো হয়ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
সারাবাংলা/এসআর
আলফাডাঙ্গা ফরিদপুর শিলের আঘাতে মৃত্যু স্ত্রীর আঘাতে স্বামী নিহত