ফরিদপুরে ২৫ মামলার আসামি মাসুদসহ গ্রেফতার ৫
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৬:৫২
১৭ এপ্রিল ২০২৫ ১৬:৫২
ফরিদপুর: ফরিদপুরের সালথায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের প্রধান ২৫ মামলার আসামি মাসুদ (৩০) সহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ খাঁ উপজেলার কামদিয়া গ্রামের মৃত ছাদেক খাঁর ছেলে।
অন্যরা হলেন- মধুখালী উপজেলার মোছোর দিয়া গ্রামের হারুন বিশ্বাসের ছেলে মনির হোসেন (২৬), ভাওয়াল গ্রামের লিমন সরদার (১৯), রামকান্তপুর গ্রামের মো. সাগর মোল্লা (২০) ও চরকামদিয়া গ্রামের মহসীন মাতুব্বর (২৮)।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়েছে। আটকদের মধ্যে ডাকাত মাসুদ খাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫ মামলা রয়েছে।
সারাবাংলা/এসআর