Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মপ্রকাশ করেই দল নিবন্ধন আবেদনের সময় বাড়ানোর দাবি বিএজেপির

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৬:৫৭ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৮:২২

ফাতিমা তাসনিম।

‎ঢাকা: নতুন দলের আত্মপ্রকাশ করেই দল নিবন্ধন আবেদনের সময়সীমা তিন মাস বাড়ানোর দাবি জানিয়েছে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি (বিএজেপি)।

‎বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে ইসি সচিব বরাবর দেওয়া এক চিঠিতে এ দাবি জানান দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম।

‎এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, ২০ এপ্রিল শেষ হচ্ছে আবেদনের সময়। বাস্তবতা বিবেচনা করে এ সময়সীমা ৯০ দিন বাড়াতে আমরা আবেদন করেছি।

‎ফাতিমা তাসনিমের আবেদনে বলা হয়েছে, আত্মপ্রকাশের পর বাংলাদেশ আ-আম জনতা পার্টি (বিএজেপি) রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সকল কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর বাংলাদেশের মানুষের প্রধান ধর্মীয় উৎসব ঈদ ও তৎপরবর্তী লম্বা সরকারি ছুটির আমেজে দীর্ঘ দিন বাংলাদেশের মানুষ এবং বিএজেপি’র নেতাকর্মীবৃন্দ প্রশাসনিক ও দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারেননি।

‎উল্লেখ্য, ‎বৃহস্পতিবার ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে আত্মপ্রকাশ করে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।

‎ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের জন্য সুযোগ রয়েছে নতুন দলের।

সারাবাংলা/এনএল/ইআ

আ-আম জনতা পার্টি নিবন্ধন আবেদন ফাতিমা তাসনিম

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর