Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসি’র সঙ্গে এনসিপির প্রথম বৈঠক রোববার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৭:১৯ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৯:৩০

ঢাকা: ‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আগামী রোববার (২০ এপ্রিল) বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‎এটি ইসির সঙ্গে এনসিপি’র প্রথম বৈঠক।

‎বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সিইসির একান্ত সচিব আশরাফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে জানান।

‎তিনি বলেন, দলটির পক্ষ থেকে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। সিইসি তাদের রোববার ১২টায় সময় দিয়েছেন।

আইন অনুযায়ী, নিজেদের প্রতীকে নির্বাচন করতে চাইলে সংশ্লিষ্ট দলকে ইসি থেকে নিবন্ধন নিতে হয়। এনসিপি আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে চাইলে নিবন্ধন নিতে হবে।

‎আগামী ২০ এপ্রিল নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন। এখন পর্যন্ত পাঁচটি দল আবেদন করলেও চারটি দলই সময় বাড়ানোর আবেদন করেছে। একটি দল নিবন্ধনের আবেদন করলেও তা যথাযথ হয়নি।

বিজ্ঞাপন

‎এদিকে নিবন্ধন বা এ নিয়ে কোনো যোগযোগ করেনি গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের দল এনসিপি।

সারাবাংলা/এনএল/আরএস

জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর