Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসির সমর্থনে কুয়েট কর্মচারীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৭:৩৮

শিক্ষার্থীর বিরুদ্ধে কর্মচারী সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

খুলনা: ভিসির সমর্থনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্মচারী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের “বাংলা” পাদদেশে অনুষ্ঠিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি কুয়েটে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করে গত ১৩ এপ্রিল আবারও কুয়েট ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি করা কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে কর্মচারী সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

বিজ্ঞাপন

মানববন্ধনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা আলোচনার টেবিলে বসুন, আলোচনা করুন সমাধান করুন, এই বিশ্ববিদ্যালয় যেন সুন্দরভাবে চলে। বিশ্বের কাছে যাতে এই বিশ্ববিদ্যালযয়ের শিক্ষার্থীরা মাথা উঁচু করে পরিচয় দিতে পারে, এই বলে যে আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. হাসিব সরদারের সভাপতিত্ব মানববন্ধনে বক্তৃতা করেন কর্মচারী সমিতির সভাপতি শেখ এরশাদ আলী, সাবেক সভাপতি মো. ইমদাদ মোড়ল, মাস্টারোল কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম প্রমূখ।

সারাবাংলা/ইআ

কুয়েট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মানববন্ধন

বিজ্ঞাপন

আজ ৬ বিভাগে বৃষ্টি হতে পারে
১৯ এপ্রিল ২০২৫ ০৯:০৩

আরো

সম্পর্কিত খবর