Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিবন্ধন না দিতে ইসি’র প্রতি আহ্বান
পাওনা টাকা না দিয়ে নতুন দল গঠনে ডেসটিনির রফিকুলের বিরুদ্ধে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৭:৫৬ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৯:৩০

– ছবি : সারাবাংলা

ঢাকা: ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ‎প্রাপ্য অর্থ পরিশোধ না করে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে নতুন দল গঠন করায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে ‘ডেস্টিনির অর্থ লুটেরা প্রতারক রফিকুল আমিনের নতুন রাজনৈতিক দল গঠনের প্রতিবাদে’ ‎‘ডেস্টিনিরি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ভুক্তভোগীরা’ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

বিজ্ঞাপন

মানবন্ধন কর্মসূচি পালনকালে রফিকুল আমীন কর্তৃক গঠিত দলের নিবন্ধন না দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।

‎ডেসটিনিরি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ভুক্তভোগীরা বলেন, বিনিয়োগের টাকা ফেরত না দিয়ে দল গঠন মানে বিনিয়োগকারীদের সঙ্গে তামাশা করা।

‎‎ভুক্তভোগীদের মধ্যে একজন মেজবাহ উদ্দিন। ২০১১ সালে ৫ লাখ টাকা বিনিয়োগ করে এখনও ফেরত পাননি তিনি। মেজবাহ উদ্দিন বলেন, রফিকুল আমীন আমার ৫ লাখ টাকা আত্মসাৎ করেছে। এই টাকা দ্রুত ফের দিতে হবে। কোম্পানি বন্ধ ও টাকা আত্মসাৎ করেছে রফিকুল। আমাদের গরিবের টাকা মেরে দিয়েছে। অথচ কোটি টাকা খরচ করে পাঁচ তারকা হোটেলে নতুন দলের ঘোষণা দিয়েছে। এটা আমাদের মতো ক্ষতিগ্রস্তদের সঙ্গে তামাশা, এটা মানি না, মানবো না।’

‎ডেসটিনি গ্রুপে বিনিয়োগের আইডি নিয়ে ইসির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন মো. সাইফ উল্লাহ। ২০১০ সালে ৫০ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। সেই টাকা না দিয়ে নতুন দল গঠনের জবাব চেয়ে সাইফ বলেন, আমাদের টাকা ফেরত না দিয়ে নতুন দল বানানোর তীব্র নিন্দা জানাই। নির্বাচন কমিশনের কাছে আহ্বান রফিকুলের মতো জালিয়াতকে যেন নিবন্ধন না দেয়া হয়।’‎‎‎

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা বা মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আ-আম জনতা পার্টি।

‎বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে দলের ঘোষণাপত্র পাঠ করেন পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন। তিনি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার নতুন দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম।

‎সারাবংলা/এনএল/আরএস

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর