Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজউকের সাবেক চেয়ারম্যান-স্ত্রীসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৮:২১ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২০:০০

মো. সিদ্দিকুর রহমান সরকার।

ঢাকা: দুর্নীতির অভিযোগে রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান সরকারসহ ছয় জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যরা হলেন- সিদ্দিকুর রহমানের স্ত্রী গাজী রেবেকা রওশন, গোপালগঞ্জের কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, স্ত্রী শিখা সরকার, তার ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তি সুধীর কুমার সরকার ও সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।

ছয় জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক তিনটি আবেদন করেন দুদকের পরিচালক আবুল হাসনাত। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে নিষেধাজ্ঞার আদেশ দেন বিচারক।

দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন সিদ্দিকুর। নিজের ও পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয়বর্হিভূত এসব সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযুক্তরা বিদেশে পালানোর চেষ্টা করছেন। তারা পালিয়ে গেল তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। এজন্য তাদের বিদেশ গমন আটকাতে আবেদন করা হয়।

বিমল কৃষ্ণ বিশ্বাসের বিষয়ে আবেদনে বলা হয়, বিমলের বিরুদ্ধে নিজ নামে বিভিন্ন ব্যাংকে একাধিক হিসাব খুলে কর ফাঁকি ও অর্থের উৎস আড়ালের অভিযোগ রয়েছে। তিনি লেয়ারিংয়ের মাধ্যমে আরপি কনস্ট্রাকশনের হিসাবে ২০১ কোটি এক লাখ টাকা জমা ও উত্তোলন করেছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া নিজ নামীয় ১৩টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ১৪ লাখ টাকা জমা, ৩১ কোটি ৭২ লাখ টাকা উত্তোলন করেন। বর্তমানে ৪২ লাখ ৮২ হাজার টাকা স্থিতি থাকাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। তিনি দেশ ছাড়ার চেষ্টা করছেন।

সারাবাংলা/আরএম/ইআ

দেশত্যাগে নিষেধাজ্ঞা রাজউক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর