Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে খোলাসা করলেন জামায়াতের আমির

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৮:৫০ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২০:০০

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, লন্ডনে বেগম খালেদা জিয়াকে দেখতে গেলে তারা আমাদের খুব ভালোভাবে এবং সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন। সেখানে গেলে আলাপ হবে না সেটা কি বাস্তব? সেখোনে আমাদের রাজনৈতিক আলাপ হলেও কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলাপ হয়নি। তারেক জিয়ার সঙ্গেও রাজনীতি নিয়ে আলোচনা হয়নি। বেগম জিয়া হয়তো আগামী মাসে দেশে ফিরতে পারেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে দলটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জামায়াত ইসলামীর আমির বলেন, ‘ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াও জুলুমের শিকার হয়েছেন। তিনি দেশ থেকে যাওয়ার আগে আমরা ভেবেছিলাম দেখা করব। কিন্তু যেকোনো কারণেই হোক সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। চিকিৎসা সংক্রান্ত কারণে ইউরোপ সফরে গিয়েছি। আবার আমার পরিবারের সদস্যও থাকে সেখানে, তাকেও সময় দিতে পারছিলাম না। তাই সব মিলিয়ে ইউরোপ সফরে যাওয়া।’

তিনি বলেন, ‘আমাদের সাক্ষাতের প্রধান উদ্দেশ্য ছিল একজন অসুস্থ সম্মানিত সহকর্মীকে দেখতে যাওয়া। এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, সেটি আমরা পালন করেছি। তবে এটি নিয়ে গণমাধ্যম অনেক বিশ্লেষণধর্মী সংবাদ করেছে, সেজন্য তাদের সাধুবাদ জানাই।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই রাজনীতিতে মত পার্থক্য থাকুক। কারণ, মত পার্থক্য না থাকলে রাজনৈতিক দল অন্ধ হয়ে যায়। কিন্ত, মত বিরোধ থাকা ভালো না। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত বিরোধ থাকলেই সমস্যা তৈরি হয়। যদি আমরা দেশকে ভালোবাসি তাহলে আমাদের মধ্যে শ্রদ্ধাবোধ থাকতে হবে। এটা হতেই হবে বা ওটা হওয়া যাবেই না, সেরকমটা না করে আমরা বলতে ওটা হওয়া উচিত না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এইচআই

খালেদা জিয়া জামায়াত আমির বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর