Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৯:০৪ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২০:০০

যুবলীগের নেতাকর্মী

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিও ও ছবি দেখে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে নগরীর বহদ্দারহাট মোড় এলাকায় মিছিল বের করেন যুবলীগের নেতাকর্মীরা।

গ্রেফতার পাঁচজন হলেন— দিদারুল আলম (৩৩), আরিছ উদ্দিন (২৫), মো. শাহেদ (২৬), মো. জুয়েল (২৮) ও মো. সুমন।

এদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের নেতৃত্বে আট থেকে ১০ জন নগরীর বহদ্দারহাট মোড়ে মিছিল বের করেন।

জানতে চাইলে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘বৃহস্পতিবার ভোরে যুবলীগের কিছু নেতাকর্মী মিছিল বের করে। সেটার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফুটেজ দেখে মিছিলে থাকা পাঁচজনকে আমরা গ্রেফতার করেছি।’

মিছিলে যুবলীগ নেতা হানিফ ছিলেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘ভিডিওতে ব্যানারের সামনে সাদা পাঞ্জাবি পড়া যিনি ছিলেন তিনিই যুবলীগ নেতা হানিফ। তাকে এখনও আমরা ধরতে পারিনি।’

সারাবাংলা/আইসি/এইচআই

গ্রেফতার ঝটিকা মিছিল যুবলীগ যুবলীগের নেতাকর্মীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর