ইতালিতে দম্পতিকে উত্যক্ত, বাংলাদেশি যুবককে দেশে ফেরত
১৭ এপ্রিল ২০২৫ ১৯:২০ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২০:০০
ইতালির মিলানের পাদোভাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে এক বাংলাদেশি যুবক। অভিযোগ উঠেছে মো. নিরব নামের ওই যুবক বাংলাদেশি এক দম্পতিকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন।
এই ঘটনা বাংলাদেশি কমিউনিটির মধ্যে বেশ সমালোচনা সৃষ্টি করেছে। পরিস্থিতি এতটাই গুরুতর আকার ধারণ করে যে, শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসন তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।
মিলানে অবস্থিত বাংলাদেশিদের ফেসবুক, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা বেশ ছড়িয়ে পড়েছে। জানা গেছে, নিরবের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলার লক্ষ্মীগঞ্জ এলাকায়। এই ঘটনায় আরও তিনজ ন জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে তারা এখনো পলাতক। স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় বাংলা কমিউনিটির এক সদস্য বলেন, ‘আমরা যারা বিদেশে দিনরাত কঠোর পরিশ্রম করি, নিজেদের ও দেশের সুনাম রক্ষায় সচেষ্ট থাকি— এই ধরনের কিছু মানুষের কারণে আমাদের দেশের সুনাম নষ্ট হয়ে যায়।’
প্রবাসী বাংলাদেশিরা আহ্বান জানিয়েছে, সবাই যেন নিজের আচরণে সতর্ক থাকেন। অমানবিক ও অসামাজিক কর্মকাণ্ড শুধু ব্যক্তিগত পরিণতি ডেকে আনে না, তা প্রবাসে থাকা লাখো বাংলাদেশির জন্য বিব্রতকর পরিস্থিতিও সৃষ্টি করে।
সারাবাংলা/পিটিএম