Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই এলএনজি কার্গো, সার ও চাল আমদানিসহ ৮ ক্রয় প্রস্তাব অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৯:৩৫

ঢাকা: দুই কার্গো এলএনজি, সার ও চাল আমদানিসহ ৮টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৩৭৭ কোটি ৭৩ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে দুই (চলতি বছরের ১৯ ও ২১তম) কার্গো এলএনজি আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৯তম কার্গোটি সরবরাহ করবে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’। বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ৫৬৭ কোটি ৮৫ লাখ ৪০ হাজার টাকা।

দ্বিতীয় ২১তম কার্গোটি সরবরাহ করবে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড’। এতে ব্যয় হবে ৫৬৯ কোটি ২৯ লাখ ২৮ হাজার টাকা।

বৈঠকে কৃষি খাতে ব্যবহারের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় দুটি পৃথক প্রস্তাবে দুই ক্যাটাগরির ৭০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এ সার আমদানি করবে। এর মধ্যে প্রতি মেট্রিক টন ৬২২.৫০ ডলার দরে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৫ম লটের আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৩০৩ কোটি ৭৮ লাখ টাকা।

অপর প্রস্তাবে একই প্রতিষ্ঠান থেকে প্রতি মেট্রিক টন ৪৪৫ ডলার দরে ৫ম লটের আওতায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১৬২ কোটি ৮৭ লাখ টাকা।

বৈঠকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-১২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য অধিদফতর এ চাল আমদানি করবে। প্রতি মেট্রিক টন ৩৯৪.৭৭ ডলার দরে ভারতীয় প্রতিষ্ঠান ‘পট্টভি এগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড বিও’ থেকে এ চাল আমদানিতে ব্যয় হবে ২৪০ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকা।

বিজ্ঞাপন

বৈঠকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর জন্য অভ্যন্তরীণ উৎস থেকে স্থানীয় দরপত্রের মাধ্যমে পরিশোধিত রাইস ব্রাণ তেল ও সয়াবিন তেল ক্রয়ের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রাণ তেল সরবরাহ করবে যৌথভাবে ‘তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ ও ‘মজুমদার ব্রাণ অয়েল মিলস লিমিটেড’। প্রতি লিটার ১৬১ টাকা দরে এতে ব্যয় হবে ১৭৭ কোটি ১০ লাখ টাকা।
অপর প্রস্তাবে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে ‘সোনারগাঁও সীডস ক্রাশিং মিলস লিমিটেড’ থেকে। প্রতি লিটার ১৬৫ টাকা ৮৫ পয়সা দরে এতে ব্যয় হবে ৩৬৪ কোটি ৮৭ লাখ টাকা।

এছাড়া বৈঠকে ‘যশোর রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রকল্প’ এর ভূমি উন্নয়ন কাজের একটি প্যাকেজের অনুমোদন দেওয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ কাজটি করবে ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’। এতে ব্যয় হবে ১৫৪ কোটি ৩ লাখ টাকা।

বৈঠক শেষে জানানো হয়, ক্রয় কমিটির বৈঠকের আগে অনুষ্ঠিত ‘অর্থনেতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে চট্টগ্রামের হাটহাজারিতে বিটিসিএল-এর জমিতে একটি সবুজ ডেটা সেন্টার স্থাপনের প্রস্তাবটি পিপিপি’র আওতায় বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া

সারাবাংলা/আরএস

এলএনজি কার্গো- সার ও চাল আমদানি ক্রয় কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর