সচেতনতা বাড়াতে হিমোফিলিয়া দিবস উদযাপিত
১৭ এপ্রিল ২০২৫ ১৯:৪১
ঢাকা: সচেতনতা বাড়াতে দেশে উদযাপিত হলো বিশ্ব হিমোফিলিয়া দিবস। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ নানা আয়োজনে দিবসটি উদযাপন করেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বেলুন উড়িয়ে দিবস উপলক্ষ্যে এক র্যালির উদ্বোধন করেন। পরে বেশ কয়েকটি সেমিনার ও সভা অনুষ্ঠিত হয়েছে। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ, রোশ বাংলাদেশ লিমিটেড ও ঢাকা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এসব অনুষ্ঠানের আয়োজন করে।
হিমোফিলিয়া এক ধরনের বংশাণুক্রমিক জিনগত রোগ। এই রোগ হলে রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়। ফলে একবার রক্তনালী কেটে গেলে রক্তপাত সহজে বন্ধ হয় না। এ রোগের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর ১৭ এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস উদযাপন করা হয়। প্রতিবছরের মতো এবারও দিবসটি উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে দিবসটি উদযাপন শুরু হয় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে ‘ডি’ ব্লকের সামনে এসে শেষ হয়। র্যালিটি পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ।
র্যালি শেষে বক্তব্য দেন ঢাকা মেডিক্যাল বিশ্ববিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সভাপতি নাজমুল আলম এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ আরিফ।
বক্তারা এসময় হিমোফিলিয়া অর্থাৎ রক্তক্ষরণজনিত রোগের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত ও সঠিক রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসার উপরে গুরুত্ব আরোপ করার পরামর্শ দেন।
পরে রোশ বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ রাজধানীর ঢাকা ক্লাবে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক ড. মো. আক্তার হোসেন, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী, পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান, স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনার লাইন ডিরেক্টর ডা. মো. জয়নাল আবেদীন টিটো এবং অসংক্রামকব্যাধি নিয়ন্ত্রণ এর লাইন ডিরেক্টর ডা. সৈয়দ জাকির হোসেন।
অনুষ্ঠানে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক আমীন লুৎফুল কবীর, সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ-সহ স্বনামধন্য হেমাটোলজিস্টরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশের সভাপতি নাজমুল আলম এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ আরিফ, রোগীদের প্রতিনিধি এবং রোশ বাংলাদেশ এর প্রতিনিধিরা। গোলটেবিল বৈঠকে রোগীদের জন্য একটা কেন্দ্রীয় রেজিস্ট্রি প্রণয়ন, হিমোফিলিয়া গাইড লাইন চূড়ান্তকরণ এবং রোগীদের চিকিৎসার জন্য স্বল্পমূল্যে জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দেন।
দুপুরে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ উপলক্ষ্যে ঢাকা ক্লাবে একটি বৈজ্ঞানিক অধিবেশনের আয়োজন করে। ওই অধিবেশনে অতিথি হিসেবে ছিলেন সিনিয়র হেমাটোলজিস্ট অধ্যাপক এবিএম ইউনূস এবং অধ্যাপক সালমা আফরোজ। বৈজ্ঞানিক অধিবেশনটিতে হিমোফিলিয়া রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা, হিমোফিলিয়া রোগীদের শল্য চিকিৎসা সম্পর্কিত গাইডলাইন এবং হিমোফিলিয়া রোগীদের জীবনযাপনের গুণগতমান উন্নতকরণের উপরে তিনটি গবেষণাপত্র পাঠ করা হয় এবং এসব বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানটিতে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মো. আব্দুস শাকুর ও অধ্যাপক মো. মনিরুজ্জামান ও রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক অখিল রঞ্জন বিশ্বাস ও ডা. জান্নাতুল ফেরদৌস।
সারাবাংলা/ইএইচটি/এসআর