শিগগিরই নিবন্ধন-প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত
১৭ এপ্রিল ২০২৫ ২০:০৬ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২২:২১
ঢাকা: শিগগিরই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন আইনজীবী শিশির মনির। এ নিয়ে দলটির নেতাকর্মীদের হতাশ না হতেও আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে একথা জানান এ আইনজীবী। একই সঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামের মুক্তির বিষয়টিও চলতি মাসে ফয়সালা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান।
সুনির্দিষ্ট তারিখ জানা না গেলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। জামায়াতও দৌড়ঝাঁপে পিছিয়ে নেই। এরই মধ্যে প্রায় ৩০০ আসনে প্রার্থীও চূড়ান্ত করেছে দলটি। তবে এখনও উচ্চ আদালতে ঝুলে রয়েছে দলটির নিবন্ধন-প্রতীক ফিরে পাওয়ার মামলা।
শিশির মনির বলেন, ‘যৌক্তিক কারণে বিলম্ব হলেও হতাশ হওয়ার কারণ নেই। শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার মামলার চূড়ান্ত রায় হবে।’
তিনি বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর আইনি প্রক্রিয়ায় অন্য দলের শীর্ষ নেতারা মুক্তি পেলেও এটিএম আজহার কারাগারে রয়েছেন। তার মুক্তির আইনি প্রক্রিয়াও শেষ। এখন শুধু শুনানির অপেক্ষা।’
শিশির মনির বলেন, ‘আগামী ২০ এপ্রিল থেকে দেশের সর্বোচ্চ আদালতে শুরু হবে বিচারকাজ। কিন্তু ২৩ থেকে ৩০ তারিখ দেশের বাইরে থাকবেন প্রধান বিচারপতি। এরপর এ দুই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা করছি।
সারাবাংলা/আরএম/এসআর