Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ২১:০২ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ০০:০১

খুলনা: খুলনায় সড়ক দুর্ঘটনায় মুহাসীন (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে বটিয়াঘাটার কিছমত ফুলতলা গেটের পাশে চিড়া মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মুহাসীন দাকোপ উপজেলার চালনা গ্রামের আফজালের ছেলে। তিনি রাইডার হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, গ্যাস বোঝাই দু’টি ট্রাক খুলনার দিকে আসছিল। এসময় একজন যাত্রী নিয়ে মুহসীন সামনে থাকা ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা খায়রুল বাসার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের সুরাতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর

খুলনা মোটরসাইকেল আরোহী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আজ ৬ বিভাগে বৃষ্টি হতে পারে
১৯ এপ্রিল ২০২৫ ০৯:০৩

আরো

সম্পর্কিত খবর