বিচার বিভাগ সংস্কার শিগগিরই শুরু হবে: উপদেষ্টা রিজওয়ানা
১৭ এপ্রিল ২০২৫ ২১:১১ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ০০:০১
ঢাকা: বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের বাস্তবায়ন শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যমান সিআরপিসিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে টেলিফোনে বা খুদে বার্তাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমন জারি হবে বলেও জানান উপদেষ্টা রিজওয়ানা।
এর আগে, ২০২৪ সালের ৩ অক্টোবর সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানকে প্রধান করে এই কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি বিচার বিভাগের সংস্কারের জন্য ২৮ দফা সুপারিশ করেছে সংস্কার কমিশন।
কমিশনের ২৮ দফা সুপারিশের মধ্যে সুপ্রিমকোর্টের বিচারপতি নিয়োগ ও শৃঙ্খলা; উভয় বিভাগে বিচারকের সংখ্যা নির্ধারণে প্রধান বিচারপতির সিদ্ধান্তের প্রাধান্য এবং আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগের বিধান প্রণয়ন ছিল উল্লেখযোগ্য সুপারিশ।
এ ছাড়াও অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ ও চাকরির শর্তাবলি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (পে-কমিশন) বিধিমালা, ২০০৭ এর ৪ বিধির অধীনে পে-কমিশন গঠন এবং বিচারকদের বেতন-ভাতাদি সংক্রান্তে নতুন সুপারিশ প্রণয়ন, বিচারকদের জন্য আচরণবিধি ও বদলি নীতিমালা প্রণয়ন এবং বিচারকদের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সুপারিশও রাখা হয়েছে।
সারাবাংলা/এফএন/এইচআই