মুন্সীগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত ৩
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ২১:৩০
১৭ এপ্রিল ২০২৫ ২১:৩০
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বজ্রপাতে আবির দেওয়ান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবির উপজেলা তস্তিপুর গ্রামের আলমগীর দেওানের ছেলে।
আহতরা হলেন— একই গ্রামের হাতেম দেওয়ানের দুই ছেলে আল আমিন দেওয়ান (৩৫) রতন দেওয়ান (৩৮) ও সাগর মোল্লার ছেলে মোহন মোল্লা (৪০)। আহতদের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এসআর