Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ২১:৫৪ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২২:১৯

প্রতীকী ছবি

বরিশাল: ঝালকাঠির কাঁঠালিয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. ওয়ালিউর রহমান বিশ্বাস (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ছোট কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অলিউর রহমান ওই গ্রামের কাছেম আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুছ মুন্সি জানান, দুপুরে আকাশে মেঘ দেখে নিজ বাড়ির পাশের মাঠে গরু আনতে যান অলিউর। এসম হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাশের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা বলেন, ঘটনার সত্যতা নিশিচত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সারাবাংলা/এসআর

কৃষকের মৃত্যু ঝালকাঠি বজ্রপাতে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর