Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ২২:০৫

ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে। সেখানে তিনি বাগেরহাট জেলার পুলিশ সুপার জনাব মো. তৌহিদুল আরিফ এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। বিষয়টি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, ব্যারিস্টার এম সরোয়ার হোসেন গত ১৬ এপ্রিল বাগেরহাট জেলার পুলিশ সুপার জনাব মো. তৌহিদুল আরিফ এর সম্পর্কে কম বেশি ১০ কোটি টাকার দুর্নীতি উল্লেখপূর্বক খাতওয়ারী দুর্নীতির বিভিন্ন পরিমাণ উল্লেখ করেছেন। এমনকি, মহাপুলিশ পরিদর্শক মহোদয় পুলিশে কর্মরত কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

পুলিশ বাহিনীতে কোনো কর্মকর্তা কোনো অপরাধের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে যথাযথ অনুসন্ধানপূর্বক বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে অনেকগুলো জেলার পুলিশ সুপারসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে অনুসন্ধানপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

আইন অনুযায়ী সাক্ষ্য প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে গণমাধ্যমে এ রকম বক্তব্য উপস্থাপন করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মানহানির সামিল। একজন স্বনামধন্য আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীতে কর্মরত একজন কর্মকর্তাকে যথাযথ অনুসন্ধান ব্যতিরেকে দুর্নীতিগ্রস্ত অফিসার বলায় আমাদেরকে হতাশ করেছে এবং পুলিশ বাহিনীর প্রধানকে জড়িয়ে এ ধরনের অসত্য বক্তব্য দেওয়া কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের বক্তব্য পুলিশ বাহিনীর মনোবলকে দুর্বল করা ও সুনাম জনসম্মুখে হেয় করার সামিল।

বিজ্ঞাপন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এর প্রতিটি সদস্য সর্বদা দেশের আইনশৃঙ্খলা সুরক্ষায় এবং উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছে।

সারাবাংলা/ইউজে/এইচআই

দুর্নীতির অভিযোগ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ সুপার ব্যারিস্টার এম সারোয়ার হোসেন