নতুন ‘আ-আম জনতা পার্টি’ নাম নিয়ে আপত্তি ‘আমজনতার দলে’র
১৭ এপ্রিল ২০২৫ ২২:৪৩
ঢাকা: ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলটির নাম নিয়ে আপত্তি জানিয়েছেন মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের সামনে নাম নিয়ে আপত্তি জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে আমজনতা দল। এ সময় দলটিকে নিবন্ধন না দেওয়ার দাবিও জানায় দলটি।
ইসিতে চিঠি দেওয়ার পর নির্বাচন ভবনের সামনে আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে অবগত করতে এসেছি-একটা দল এক্সিংটিং রয়েছে, এ নামের আগে একটা ‘আ’ লাগিয়ে দিয়ে, বাংলাদেশ লাগিয়ে দিয়ে একটা নতুন দল করছে এটা বাজে সংস্কৃতি।’
তিনি আরও বলেন, ‘আমজনতার দল ইসির কাছে নথিভুক্ত নাম। সরকারি বিভিন্ন অনুষ্ঠানেও একই নামে আমন্ত্রণ পাচ্ছি। একই নামে ইসির দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানুয়ারি মাসে নথিভুক্ত, নিবন্ধন আবেদনের ফরম সংগ্রহ করছি। এ নামে আরেকটা দল নথিভুক্ত হতে পারে না। এ নামের কাছাকাছি কোনো দল এলেও তা অগ্রাহ্য করবেন- এ বিষয়টি আমরা কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছি।’
তারেক রহমান বলেন, ‘যদি এমন হতো তারা আমাদের অংশ ছিল, বিবাদ হয়ে ভাগ হয়ে গেছে। জাপা-এর যেমন এ অংশ, ওই অংশ। এটা আমজনতার অংশ নয়। নতুন দল করেছে, নতুন নাম সিলেক্ট করা দরকার ছিল।
তিনি বলেন, ‘জাপা, গণঅধিকার পরিষদ দুটো দলের ভাগ হয়ে গেছে যেমন। আমরা তো রফিকুল আমীনের দলের অংশ নই, তাদের দলের কেউ এখান থেকে যায়নি। আমাদের দল আমাদের মতোই আছি। আমজনতার দল দুইভাগ হলে জানতে পারতাম। তারা তো আমজনতার কেউ নয়।’
এ সময় আমজনতার দলের প্রতিনিধি সাধনা মহল বলেন, ‘তারা সামান্য ভুল করেছে। ওনাদের দলের নাম হওয়া উচিত আমজনতার শত্রু পার্টি। ডেসটিনি রূপ দিয়ে অপকার ছাড়া কোনো নাগরিকের উপকার হয়েছে? এ দেশে কি কালো টাকার মালিক, চোর, ডাকাতদের রাজনৈতিক দল নিবন্ধন দেওয়ার কথা ছিল। এগুলো বাস্তবায়ন করা যাবে ন।’
সারাবাংলা/এনএল/এইচআই