Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএসপিএবি নির্বাচনে ১৩ পদে ২৪ প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ২৩:৩১ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৫:৫৭

আইএসপিএবি

ঢাকা: দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৩ পদের বিপরীতে ২৪ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী, সদস্য এরশাদ হোসেন রাশেদ ও রাকিব হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ১৭ মে আইএসপিএবির নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৭ এপ্রিল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর আগে বেলা ২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।

জানা গেছে, সাধারণ সদস্যদের মধ্যে নয় পরিচালক পদে ১৪ জন এবং সহযোগী সদস্যদের মধ্যে চার পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ১০ জন। অর্থাৎ মোট ১৩ পদে এবার প্রার্থী হিসেবে আবেদন করেন ২৪ জন। অবশ্য প্রার্থিতাপত্র কিনেও জমা দেননি তিনজন। কোনো ভুলত্রুটি না থাকায় ২৪ জনের প্রার্থীতাই বৈধ ঘোষণা করা হয়েছে।

আইএসপিএবি নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, যারা জমা দিয়েছেন প্রাথমিকভাবে সবাই বৈধ প্রার্থী। তবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এর পরই বলা যাবে চূড়ান্ত প্রর্থীদের নাম। সাধারণ সদস্যদের মধ্যে মোট ২৬৩ ও সহযোগী সদস্যদের মধ্যে ৫৯৯ জন ভোটার রয়েছেন।

হাকিম-নাজমুল প্যানেলের নয় সদস্য

হাকিম-নাজমুল প্যানেলের নয় সদস্য

জানা গেছে, সাধারণ সদস্য ক্যাটাগরিতে আবেদন জমা দেয়ার পরেই হাকিম-নাজমুল প্যানেলে ৯ সদস্যের একটি পূর্ণাঙ্গ প্যানেল গঠিত হয়েছে। এই প্যানেলের সদস্যরা হলেন- আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ হাকিম, আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, কে এস নেটওয়ার্ক লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁইয়া, রেড ডাটা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মইন উদ্দিন আহমেদ, ওয়ানস্কাই কমিউনিকেশন লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন, অন্তরঙ্গ ডটকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সুজন, সার্কেল নেটওয়ার্ক এর সিইও মাহবুব আলম রাজু, মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়ামুল হক খান এবং ইনভেনশন টেকনোলজিস্ট লিমিটেডের সিইও মোহাম্মদ মিঠু হাওলাদার।

বিজ্ঞাপন

সূত্রমতে, এই প্যানেলের প্রতি সমর্থন দিয়ে শেষ পর্যন্ত প্রার্থী হননি প্লাস নেট ইন-এর নিয়াজ মোর্শেদ, ফাস্ট অ্যান্ড ফাস্ট আইটির রাজিব শাহরিয়ার রুবেন্স এবং বিসিএল অনলাইনের এ এম কামাল উদ্দিন আহমেদ সেলিম।

এদিকে, সাধারণ ক্যাটাগরিতে বাকি বৈধ প্রার্থীরা হলেন ব্রিক সিস্টেমের মো. শরিফুল ইসলাম, আলফা নেটওয়ার্ক-এর ইরফান উদ্দিন, এডিএন টেলিকম লিমিটেডের আজারুল হক চৌধুরী, এক্সজর্ড’র সাব্বির আহমেদ এবং লিংক থ্রি টেকনোলজিস্ট লিমিটেডের মোহাম্মদ রেজাউল ইসলাম।

অপরদিকে সহযোগী সদস্যদের চার পদের বিপরীতে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন- স্পিড টেক অনলাইনের মোহাম্মদ নাসির উদ্দিন, সিটি লিংক কমিউনিকেশনের তারিক হাসান তূর্য, প্যানডোরা টেকনোলজি’র মো. ইমদাদুল হক, সবুজ বাংলা অনলাইনের এস এম সাইফুল ইসলাম সেলিম, ফিস্যা কমিউনিকেশনের ফুয়াদ মুহাম্মদ সরফুদ্দিন, ওয়াইড কমিউনিকেশনের আনোয়ার আহমেদ, প্রগতি আইটির মো. শাহাজান, ডিজিটাল কমিউনিকেশনের মোহাম্মদ আলমগীর হোসাইন, এমএস জুবায়ের আইটি এক্সপার্টের এমডি জুবায়ের ইসলাম এবং তুহিন এন্টারপ্রাইজের রাইসুল ইসলাম তুহিন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

আইএসপিএবি নির্বাচন প্রার্থী সাইফুল ইসলাম সিদ্দিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর