গণঅভ্যুত্থানে টাঙ্গাইলের শহিদ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ২৩:১৩
১৭ এপ্রিল ২০২৫ ২৩:১৩
টাঙ্গাইল: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহিদদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জেলা পরিষদের অর্থায়নে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়।
শহিদদের পরিবাররের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক শরীফা হক। গেজেটভুক্ত টাঙ্গাইলের ১০ জন শহিদ প্রত্যেক পরিবারের মাঝে দুই লাখ টাকা করে চেক দেওয়া হয়।
আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
সারাবাংলা/এইচআই